নোয়াখালীতে বিদেশি মদসহ যুবক গ্রেফতার
নোয়াখালীর সোনাইমুড়ীতে ১০ বোতল বিদেশি মদসহ ইমাম হাসান ফাহাদ (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেউটি ইউনিয়নের কড়িহাটি পূর্ব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইমাম হাসান ফাহাদ সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের ভাওরকোট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।
র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি রাতে জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে মদ বিক্রির সময় ফাহাদকে হাতেনাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এমআইএইচএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে রাখা হলো শহীদ ওসমান হাদির নামে
- ২ সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ
- ৩ আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন: এটিএম আজহার
- ৪ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন যাচাইয়ে গিয়ে আ’লীগ-কৃষকলীগ নেতা আটক
- ৫ ঢাকায় ভবন-ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের, বার্ষিক আয় ৯৪ লাখ টাকা