নোয়াখালীতে ১০ মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার
গ্রেফতার নাজমুল ইসলাম রাসেল
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জোড়া খুনসহ ১০ মামলার পলাতক আসামি নাজমুল ইসলাম রাসেলকে (২৪) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ভবভদ্রী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান জব্দ করা হয়েছে। তিনি বেগমগঞ্জ উপজেলার ভবানী জীবনপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ওই আসামিকে গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে চন্দ্রগঞ্জ-ছয়ানী সড়কের ভবভদ্রী এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে মামলা রুজু করা হয়েছে।
ওসি আরও বলেন, এর আগেও আসামি রাসেলের বিরুদ্ধে জোড় খুন, চাঁদাবাজি, অপহরণ, অস্ত্র, হামলাসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে রাখা হলো শহীদ ওসমান হাদির নামে
- ২ সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ
- ৩ আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন: এটিএম আজহার
- ৪ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন যাচাইয়ে গিয়ে আ’লীগ-কৃষকলীগ নেতা আটক
- ৫ ঢাকায় ভবন-ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের, বার্ষিক আয় ৯৪ লাখ টাকা