ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে স্ত্রী হত্যার ২৫ বছর পর স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২

মাদারীপুরের শিবচরের রাম রায়ের কান্দি গ্রামের গৃহবধূ মিনালী রানী পালকে হত্যার দায়ে স্বামী গোবিন্দ চন্দ্র পালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত গোবিন্দ চন্দ্র পাল শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রাম রায়ের কান্দি এলাকার গোপাল পালের ছেলে। তিনি হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক আছেন।

মামলার বিবরণ ও আদালত সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে ১৯৯৬ সালের ৫ ডিসেম্বর গৃহবধূ মিলানী রানী পালকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী গোবিন্দ চন্দ্র পাল। পরে এ ঘটনায় শিবচর থানার পরিদর্শক আব্বাস উদ্দিন বাদী হয়ে গোবিন্দ চন্দ্র ও কয়েকজন অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন। পরে এ ঘটনায় শিবচর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) নাজমুল হক তদন্তের পর ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি গোবিন্দ চন্দ্র পালকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

এরপর আদালত মামলার তদন্ত কর্মকর্তাসহ ৯ জনের সাক্ষ্য গ্রহণ করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার গোবিন্দ চন্দ্র পালকে যাবজ্জীবন ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন বিচারক। তবে রায় ঘোষণার সময় আসামি বা আসামিপক্ষের কেউ আদালতে উপস্থিত ছিলেন না।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, ঘটনার পর আসামি গোবিন্দ চন্দ্র পাল পলাতক আছেন। মিলানী রানী পালকে হত্যা মামলায় যুক্তিতর্ক শেষে দীর্ঘ ২৫ বছর পর আদালত মামলার একমাত্র আসামি গোবিন্দ চন্দ্র পালকে যাবজ্জীবন কারাদণ্ড ও সেইসঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডাদেশ করেন। আসামিকে গ্রেফতার করতে আদালত পুলিশকে নির্দেশ দিয়েছেন।

এ কে এম নাসিরুল হক/এমআরআর/জেআইএম