ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সমুদ্রে ফের সতর্কতা, ট্রলার নিয়ে ফিরছেন জেলেরা

উপজেলা প্রতিনিধি | কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২

আবহাওয়ার বৈরিতা কাটিয়ে জেলেরা মাছ শিকারে যাওয়ার পর ফের বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। ফলে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। একই সঙ্গে মাছ ধারর ট্রলারকে নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে বলা হয়।

এ অবস্থায় সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকেই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দুই মৎস্যঘাটে ট্রলার নিয়ে ফিরে আসছেন হাজারো জেলে। বারবার আবহাওয়া খারাপ হওয়ায় ঠিকমতো সমুদ্রে অবস্থান নিতে না পেরে চার দিনের মাথায় ফিরতে হচ্ছে তাদের। তাই কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ সংশ্লিষ্ট সবাই।

কুয়াকাটা-আলীপুর আড়তদার সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জাগো নিউজকে বলেন, চলতি মাসের ১০ থেকে ১৫ তারিখ পর্যন্ত আবহাওয়া খারাপ ছিল তাই জেলেরা সমুদ্রে নামতে পারেনি। ১৬ তারিখ মোটামুটি আবহাওয়া ভালো হলে জেলেরা সমুদ্রে মাছ শিকারে যায়। তবে আজ আবারো সমুদ্র উত্তাল হলে তারা নিরাপদে চলে আসে।

তিনি আরও বলেন, সামনে আসছে ২২ দিনের নিষেধাজ্ঞা। সবমিলিয়ে জেলে পেশায় দিনদিন লোকসান গুনতে হচ্ছে। সমুদ্রে নামার সঙ্গে সঙ্গে আবহাওয়া খারাপ হওয়ায় অনেকেই মাছের দেখা পায়নি। তাই প্রতিটি ট্রলারে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ঋণ বাড়লো জেলেদের।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জাগো নিউজকে বলেন, উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপটি পর্যবেক্ষণ করে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এটি বাংলাদেশ থেকে অনেক দূরে আর ভারতের কাছাকাছি অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/এসজে/এএসএম