মেয়াদোত্তীর্ণ কেমিক্যালে পরীক্ষা, হাসপাতালের জরিমানা ৫০ হাজার
নোয়াখালীতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট (কেমিক্যাল) ব্যবহার করে প্যাথলজি পরীক্ষার অভিযোগে একটি বেসরকারি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মাইজদীর হাসপাতাল রোডের জননী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।
তিনি জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন থেকে স্বাস্থ্য পরীক্ষার নামে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছিল। সোমবার জননী জেনারেল হাসপাতালে গিয়ে তাদের প্যাথলজিতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে বিভিন্ন পরীক্ষা করার প্রমাণ মেলে। পরে তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে রাখা হলো শহীদ ওসমান হাদির নামে
- ২ সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ
- ৩ আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন: এটিএম আজহার
- ৪ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন যাচাইয়ে গিয়ে আ’লীগ-কৃষকলীগ নেতা আটক
- ৫ ঢাকায় ভবন-ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের, বার্ষিক আয় ৯৪ লাখ টাকা