ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২

যশোরের ঝিকরগাছায় ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ (৪৫) উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি রেলক্রসিং সংলগ্ন নওয়াপাড়া গ্রামের আমজেদ হোসেনের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ধানক্ষেতের বর্গাচাষি আলতাফ হোসেন জানান, সোমবার বিকেলে জমিতে পানি আছে কি না দেখতে গিয়ে তিনি একজন নারীকে পড়ে থাকতে দেখেন। তখন ওই নারী বেঁচে ছিলেন। পরে লাউজানি রেলক্রসিংয়ে ডিউটিরত ট্রাফিক পুলিশকে জানালে তারা ঝিকরগাছা থানা পুলিশকে খবর দেন। বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পুলিশ আসে। এরআগেই ওই নারী মারা যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, মরদেহের পাশে দুটি পানির খালি বোতল ছিল। প্রাথমিক সুরতহালে গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মিলন রহমান/এসআর/জেআইএম