এসএসসি পরীক্ষার্থীর বিয়ে, বাবার জরিমানা ২০ হাজার
হেমায়েত উল্যাহকে জরিমানার রশিদ বুঝিয়ে দিচ্ছেন ইউএনও
নোয়াখালীর চাটখিল উপজেলায় এসএসসি পরীক্ষার মধ্যেই এক ছাত্রীর (১৫) বাল্যবিয়ের আয়োজন করে পরিবার। এ ঘটনায় ওই ছাত্রীর বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুল হক ভূঁইয়া।
স্থানীয়রা জানান, মঙ্গলবার মেয়েটি এসএসসি পরীক্ষা দিয়েছে আবার বৃহস্পতিবারও তার পরীক্ষা। মেয়ের বাবাকে নানাভাবে বুঝিয়েও এ বিয়ে বন্ধ করতে না পেরে তারা জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। পরে ইউএনও গিয়ে বিয়ে আয়োজন বন্ধ করেন।
ইউএনও ইমরানুল হক বলেন, জাতীয় সেবা ৯৯৯ থেকে কল পেয়ে দুপুরে গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫ বছর বয়সী এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিয়ের আয়োজনের প্রমাণ মেলে। পরে ছাত্রীর বাবা হেমায়েত উল্যাহ তার দোষ স্বীকার করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রাপ্ত বয়স হওয়ার আগ পর্যন্ত মেয়ের বিয়ে না দেওয়ার মুচলেকাও নেওয়া হয়।
ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে রাখা হলো শহীদ ওসমান হাদির নামে
- ২ সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ
- ৩ আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন: এটিএম আজহার
- ৪ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন যাচাইয়ে গিয়ে আ’লীগ-কৃষকলীগ নেতা আটক
- ৫ ঢাকায় ভবন-ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের, বার্ষিক আয় ৯৪ লাখ টাকা