মালিক খুঁজে না পাওয়ায় মোটরসাইকেলের হাওয়া ছাড়লেন ইউএনও
জামালপুরের মাদারগঞ্জে সরকারি বিধিনিষেধ অমান্য করে পরীক্ষা কেন্দ্রে রাখায় দায়ে ১৩টি মোটরসাইকেলের চাকার হাওয়া ছেড়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পরীক্ষা চলাকালীন আব্দুল আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রি মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে যে কোনো ধরনের জনসমাগমে নিষেধাজ্ঞা। কিন্তু সেই নিষেধ অমান্য করে পরীক্ষার্থীদের অভিভাবক ও বহিরাগতরা মোটরসাইকেল নিয়ে আসেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল উপস্থিত হলে মোটরসাইকেল রেখেই সটকে পড়েন মালিকরা। পরে এসব মোটরসাইকেলের চাকার হাওয়া ছেড়ে দেওয়ার নির্দেশ দেন ইউএনও।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নার্গিস আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার গোলাম কাদের কিবরিয়া প্রমুখ।
এ বিষয়ে ইউএনও ইলিশায় রিছিল বলেন, ‘কেন্দ্রের ২০০ গজের মধ্যে কোনো জনসমাগম করা যাবে না। বিষয়টি জানার পরও পরীক্ষার্থীদের অভিভাবকসহ বহিরাগতরা জনসমাগম করেন। পরে আমার উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখেই তারা দৌড়ে পালান। মোটরসাইকেলগুলোর কোনো মালিককে না পাওয়ায় চাকার হাওয়া বের করার নির্দেশ দেওয়া হয়।’
পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
মো. নাসিম উদ্দিন/এসআর/জিকেএস