কুমিল্লায় ১৬শ পিস ইয়াবাসহ দম্পতি আটক
কুমিল্লার দেবিদ্বারে অভিযান চালিয়ে ১৬শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার মরিচাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী আমির হোসেন (৩৬) ও তার স্ত্রী নাজমা বেগমকে (২০) ১৬শ পিস ইয়াবাসহ আটক করা হয়।
দেবিদ্বার থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আমির হোসেন জেলার মুরাদনগর উপজেলার মধ্যনগর গ্রামের জাহেরুল ইসলামের ছেলে। তিনি মরিচাকান্দা গ্রামের আবদুল কাদেরের মাধ্যমে ইয়াবা কেনা-বেচা করতেন।
পুলিশের অভিযানের সময় কাদের কিছু ইয়াবা নিয়ে পালিয়ে গেলেও আটক করা হয় মাদক ব্যবসায়ী ওই দম্পতিকে। তাদের বিরুদ্ধে বিকেলে থানায় মামলা করা হয়েছে।
কামাল উদ্দিন/এফএ/ এমএএস/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খালেদা জিয়া আপস করলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন: খোকন
- ২ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি
- ৩ মমেক হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে চিকিৎসকের তর্ক
- ৪ কুষ্টিয়ার বিষাক্ত অ্যালকোহল পানে কলেজছাত্রের মৃত্যু
- ৫ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুলের মরদেহ ফিরিয়ে দিলো ভারত