ফরিদপুরে বিলুপ্তপ্রায় প্রজাতির সজারু উদ্ধার
ফরিদপুরে পানিশূন্য চৌবাচ্চা থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি সজারু উদ্ধারের পর স্থানীয় বনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার গেরদা ইউনিয়নের জোবায়দা করিম জুটমিলের একটি চৌবাচ্চা থেকে সজারুটি উদ্ধার করা হয়।
ওই মিলের মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট আতাউর রহমান জানান, সকালে সজারুটি মিলের একটি চৌবাচ্চার মধ্যে পড়ে থাকতে দেখা যায়। পরে মিলের কর্মকর্তারা সে উদ্ধার করে বনে ছেড়ে দিতে বলেন। সে অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে সেটি বনে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক বলেন, দেশের বিভিন্ন স্থানে আগে এ ধরনের সজারু দেখা যেতো। পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে এরা বিপন্ন হয়ে পড়ছে।
এন কে বি নয়ন/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি