হবিগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মজলিশপুর গ্রামের পাশের হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মজলিশপুর গ্রামের তারা উল্ল্যার ছেলে নুর উদ্দিন (৪৫) এবং খতিব উল্ল্যার ছেলে আব্দুল করিম (৫৫)।
স্থানীয়রা জানান, শনিবার সকালে নুর উদ্দিন ও আব্দুল করিম নামে দুই কৃষক গ্রামের পাশের হাওরে কাজে যান। একপর্যায়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে অন্য কৃষকরা বিষয়টি টের পেয়ে তাদের স্বজনদের খবর দিয়ে মরদেহ উদ্ধার করেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। তাদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমআরআর/জেআইএম