ধানের চারা রোপণের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
ফাইল ছবি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ধান রোপণের সময় বজ্রপাতে জাহিদুল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। জাহিদুল ওই এলাকার হবিবর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে জাহিদুল বাড়ির পাশে কুলপাল চরে রোপাআমনের চারা রোপণ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের কৃষকরা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাহিদুলের বড় ভাই শেখ ফরিদ বলেন, জাহিদুলের ছোট দুটি মেয়ে রয়েছে। তিন ভাইয়ের মধ্যে জাহিদুল সবার ছোট। দাফনের সব প্রস্তুতি শেষ হয়েছে। দূর-দূরান্ত থেকে আত্মীয়স্বজন আসছে।
তারাকান্দি তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) জাগো নিউজকে বলেন, বিষয়টি জানা নেই। আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখছি।
মো. নাসিম উদ্দিন/এসজে/এমএস