ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত দুই

প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

লক্ষ্মীপুরের রায়পুর ও কমলনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। এসময় বরযাত্রীসহ আরো ১২ জন আহত হন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কমলনগরের হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বাণিজ্য শাখার ছাত্র আরমান হোসেন (১৮) ও রায়পুরের পূর্ব কেরোয়া গ্রামের খোকন মিয়ার ছেলে স্বপন (১৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কলেজছাত্র আরমান মোটরসাইকেল নিয়ে থেকে স্থানীয় লরেন্স বাজারে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেল, লেগুনা ও মাইক্রোবাসের ত্রিমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান আরমান। এতে মাইক্রোবাস চালক মাহফুজুর রহমান, বরযাত্রী মেহেরাজ হোসেনসহ ১২ জন আহত হন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, রায়পুর শহরের ল্যাংড়া বাজার এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে স্বপনের মৃত্যু হয়। তিনি ফরিদগঞ্জ থেকে রায়পুরে ফিরছিলেন। পুলিশ ট্রাকটি আটক করেছে।

কাজল কায়েস/এআরএ/বিএ