ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাছের ঘেরে ভাসছিল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাছের ঘের থেকে ভাসমান অবস্থায় মো. মাহিম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। মাহিম উপজেলার জারইতলা ইউনিয়নের উত্তর জাল্লাবাদ গ্রামের সওদাগর আলীর ছেলে।

নিকলী থানার পরিদর্শক (তদন্ত) মো. আক্তারুজ্জান খান জাগো নিউজকে বলেন, মাহিম আরেকজনের মাছের ঘেরে কাজ করতেন। সোমবার সকালে মাহিমের মরদেহ ঘেরে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নূর মোহাম্মদ/এসজে/এএসএম