ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মধুপুরে বাসচাপায় মা-ছেলেসহ নিহত ৩

প্রকাশিত: ০৩:৫৭ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

টাঙ্গাইলের মধুপুরে বাসচাপায় মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গাংগাইর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গাংগাইর বেকারকোনা এলাকার ইয়াদ আলীর ছেলে ফরহাদ হোসেন (২৮), তার মা বেদেনা বেগম (৫৫) ও একই এলাকার সুইকা মুন্সির ছেলে আশরাফুল ইসলাম (৩৫)।

মধুপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুকন জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে নিহতরা ভ্যানযোগে নিজ বাড়ি থেকে মধুপুর যাচ্ছিল। পথিমধ্যে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গাংগাইর এলাকায় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা মধুপুরগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়। পরে এ ঘটনায় আহত আশরাফুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

এসএস/পিআর