মাদারীপুরে ব্যবসায়ীকে খুন করে টাকা ছিনতাই
মাদারীপুর সদর উপজেলার কুনিয়ার বাজারে বাদশা শেখ (৫০) নামে এক বিকাশ ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করে দেড় লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার সকালে পুলিশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে।
বাদশা শেখ পার্শ্ববর্তী রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়াকান্দি দারাদিয়া গ্রামের মৃত আমজাদ আলী শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাদশা শেখ শারীরিক প্রতিবন্ধী ছিল। তিনি দীর্ঘ দিন ধরে কুনিয়ার বাজারে বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করে আসছিল। মঙ্গলবার ভোরে দোকান ঘরের শার্টার খোলা দেখে স্থানীয়রা। এ সময় তার মুখে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় দেখা যায়। এছাড়া তার ক্যাশের সব টাকাও পাওয়া যায়নি।
এ ব্যাপারে নিহতের মামা হালিম বেপারী বলেন, আমরা ভাগিনাকে শ্বাসরোধে হত্যা করে দেড় লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। আমরা এই হত্যার বিচার চাই।
এ ব্যাপারে মাদারীপুর মডেল থানার পুলিশ জিয়াউল মোর্শেদ বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই ব্যবসায়ীর কোনো বিরোধী পক্ষ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
নাসিরুল হক/এসএস/পিআর