ভৈরবে বালুবাহী ট্রাক্টরের চাপায় শিশু শিক্ষার্থী নিহত
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের ভৈরবে একটি বালুবাহী ট্রাক্টরের চাপায় সিয়াম মিয়া (১২) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ৪টায় পৌর শহরের কমলপুর (পশ্চিম পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা শিশু সিয়ামকে উদ্ধার করে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সিয়ামের বাবা মো. দেলোয়ার মিয়া কমলপুর এলাকার মুদির দোকানদার। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ। ভৈরবে কমলপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেনন। সিয়াম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, সিয়াম কমলপুর এলাকার একটি বাড়ির সামনের রাস্তা দিয়ে বাইসাইকেল চালাচ্ছিল। এসময় পেছন দিক থেকে একটি বালিবাহী ট্রাক্টর তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম মোল্লা জাগো নিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরটিকে আটক করেছে। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে গেছে।
নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
রাজীবুল হাসান/এমকেআর