নোয়াখালীতে পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত
ফাইল ছবি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় মো. শফি উল্যাহ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের ফতেহপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শফি উল্যাহ উপজেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুর গ্রামের আমিন উদ্দিন বেপারী বাড়ির মৃত নোয়াব আলীর ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, ফজরের নামাজের পর শুক্রবার ভোরে কবিরহাট-বসুরহাট সড়কে হাঁটাহাটির সময় শফি উল্যাহকে সোনাপুরগামী একটি পিকআপভ্যান ধাক্কা দেয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা অব্যাহত আছে।
ইকবাল হোসেন মজনু/এমকেআর/এমএস