মেঘনায় নৌকাডুবি, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মো. কামাল জমাদ্দার (৪০) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
শনিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের মেঘনা নদী অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কামাল জমাদ্দার ওই ইউনিয়নের কন্দকপুর গ্রামের বাসিন্দা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা নিখোঁজ জেলেকে উদ্ধারে কাজ শুরু করে। পরে দুপুর ২টার দিকে নিখোঁজ কামাল মাঝির মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে ভোরে নৌকা নিয়ে মাছ শিকার করছিলেন ইউসুফ ও কামাল। ওই সময় ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায়। পরে ইউসুফ মাঝি তীরে উঠতে পারলেও কামাল মাঝি নিখোঁজ হন।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এএসএম