ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নদীপথে ঢাকায় আসছে মেট্রোরেলের আরও ১২ ইঞ্জিন-কোচ

জেলা প্রতিনিধি | মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ১০:৫৩ এএম, ০২ অক্টোবর ২০২২

বাগেরহাটের মোংলা বন্দরে বিদেশি জাহাজ থেকে মেট্রোরেলের আরও আটটি কোচ ও চারটি ইঞ্জিন খালাস শুরু হয়েছে।

রোববার (২ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত চারটি কোচ জাহাজ থেকে নামানো হয়েছে। জাহাজ থেকে নামানো পর এসব মালামাল নদী পথে ঢাকার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোর উদ্দেশ্যে ছেড়ে যাবে। সোমবার দুপুরে জাহাজটি বন্দর ত্যাগ করবে।

mongla1

এর আগে শনিবার বিকেলে জাপান থেকে আসা ওই জাহাজ বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে।

এ পর্যন্ত মেট্রোরেলের ১১৬টি কোচ ও ইঞ্জিন এসেছে। তবে এখনও আসতে বাকি রয়েছে ২৮টি কোচ ও ইঞ্জিন।

আবু হোসাইন সুমন/আরএইচ/এমএস