ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেশি দামে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি, দোকান সিলগালা

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৭:২৮ পিএম, ০২ অক্টোবর ২০২২

খাদ্যবান্ধব কর্মসূচির চাল ও বোতলের স্টিকার উঠিয়ে টিসিবির সয়াবিন তেল খোলা বাজারে বিক্রির অপরাধে একটি দোকান ১৫ দিনের জন্য সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২ অক্টোবর) দুপুরে নওগাঁর সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের সরাইল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন জাগো নিউজকে বলেন, সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় শিকারপুর বাজারে অপরিষ্কার পরিবেশে খাদ্য তৈরি, আয়োডিনবিহীন খোলা লবণ ব্যবহার, অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে চারটি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযান চলাকালে সরাইল বাজারের মুসা স্টোর নামে একটি মুদি দোকানে বোতল থেকে স্টিকার উঠিয়ে টিসিবির সয়াবিন তেল ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল বেশি দামে বিক্রি করতে দেখা যায়। এ অপরাধে ওই দোকান ১৫ দিনের জন্য সিলগালা করা হয়েছে।

আব্বাস আলী/এসজে/জিকেএস