ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আখাউড়ায় চার কেজি গাঁজাসহ কিশোর আটক

প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চার কেজি গাঁজাসহ সাগর মিয়া (১২) নামে এক কিশোরকে আটক করেছে (বিজিবি)। মঙ্গলবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী আমোদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাগর বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে।

বিজিবি জানায়, দুপুরে উপজেলার সীমান্তবর্তী আমোদাবাদ স্থানীয় আজমপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো. আব্দুল মালেকের নেতৃত্বে বিজিবির একটি দল মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজাসহ ওই কিশোরকে আটক করা হয়। পরে আটক ওই কিশোরকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।

এর আগে সকালে একই উপজেলার চাঁনপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৯ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করে বিজিবির আজমপুর সীমান্ত ফাঁড়ির এই দলটি।

১২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সচেষ্ট রয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি