সরাইলে গাড়িচাপায় পথচারী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাড়িচাপায় অজ্ঞাত এক পথচারী (৩২) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন ভূইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা নামক স্থানে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত ওই পথচারীকে কোনো একটি গাড়িচাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছে। তবে এখনো পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ