ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে কলেজছাত্রী ধর্ষণে যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৯:০২ পিএম, ০৩ অক্টোবর ২০২২

নড়াইলে কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় তাকে ২০ হাজার টাকা জরিমানারও আদেশ দেন বিচারক।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মো. মাহরুফ হোসাইন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম চয়ন বিশ্বাস। তিনি নড়াইল শহরতলীর কোড়গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, চয়ন পূর্বপরিচয়ের সূত্রধরে নড়াইল পৌর এলাকার এক কলেজছাত্রীকে ২০১৯ সালের ৩১ অক্টোবর বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চয়নের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

পুলিশ পরবর্তীতে মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় মোট ছয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে চয়নের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়। এরপর আজ আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

হাফিজুল নিলু/এমআরআর/এএসএম