ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এক বৃষ্টিতেই ৯ কোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ০৪:৪০ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

এক রাতের হঠাৎ বৃষ্টিতেই ঝিনাইদহের ১০৪টি ইট ভাটার প্রায় ৯ কোটি টাকার ইটের ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে উঠা তাদের জন্য কষ্টকর হবে বলে জানিয়েছে জেলা ইট ভাটা মালিক সমিতি।

সদরের বিষয়খালী, কয়ারগাছি, নারিকেলবাড়িয়া, কালীগঞ্জের ছালাভরা, দুলালমুন্দিয়া, বারোবাজার, কোটচাঁদপুরের ফুলবাড়ি, সাব্দালপুর, শৈলকুপার ভাটই, হরিণাকুণ্ডুর চাঁদপুর, ভায়নাসহ বিভিন্ন এলাকার ভাটাগুলোর কাঁচা ইট বৃষ্টিতে শেষ হয়ে গেছে।

Jhenidah-Vata

মহেশপুর উপজেলার ভৈরবায় অবস্থিত মহেশপুর ব্রিকসের মালিক হজ্জেল হক জানান, কয়েকজন মিলে তারা এই ইট ভাটা পরিচালনা করেন। ভাটায় চার লাখ কাঁচা ইট ছিল। যা মঙ্গলবারের বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আবার নষ্ট ইট ফেলতে লেবার খরচ করতে হবে। এতে তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মাহমুদুল ইসলাম ওরফে ফোটন জানান, প্রতিটি ভাটাই কাঁচা ইট ছিল। ভাটা প্রতি গড় তিন হাজার করে ইট নষ্ট হয়েছে। এতে শতাধিক ভাটায় প্রায় নয় কোটি টাকার ইটের ক্ষতি হয়েছে। অনেকে আছেন যারা ঋণ নিয়ে ভাটা পরিচালনা করেন। তাদের পক্ষে এই ক্ষতি সামাল দেয়া কষ্টকর হয়ে পড়বে বলেও জানান তিনি।

এআরএ/পিআর