ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভারতে পালানোর সময় ইমিগ্রেশনে আটক ধর্ষণ মামলার আসামি

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ০৫ অক্টোবর ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় রবিউল আলম শাওন (২৬) নামের ধর্ষণ মামলার এক আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে গত ৬ মে ঢাকার হাতিরঝিল থানায় একটি মামলা করেন এক নারী।

রবিউল আলম শাওন নরসিংদীর শেখের চর এলাকার ওয়ালী উল্লাহর ছেলে। পরে তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন করতে আসেন রবিউল আলম। তবে তার বিরুদ্ধে দেশত্যাগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় তাকে আটক করা হয়। পরে আখাউড়া থানা পুলিশকে খবর দিয়ে তাকে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ দেওয়ান মোরশেদ আলম।

এ বিষয়ে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, রবিউল আলম শাওনের বিরুদ্ধে ধর্ষণ রয়েছে। আটকের পর তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস