ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নরসিংদীতে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

প্রকাশিত: ০৮:৪১ এএম, ৩০ নভেম্বর ২০১৪

নরসিংদীতে অপহরণের পর স্কুলছাত্র সোহাগ (১৪) হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের ৪ বছর পর নরসিংদী জেলা ও দায়রা জজ মো: শফিকুল করিমের আদালত এ রায় প্রদান করেন।

এ মামলায় ৫ আসামীকে খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামীরা হলেন, আলমগীর হোসেন (২৬), শম্ভু চন্দ্র দাস (৩০) ও মনির হোসেন (২৭)। তিন জনের মধ্যে মনির হোসেন পলাতক রয়েছেন। সোহাগ নরসিংদীর মাধবদীর এসপি ইনস্টিটিউটের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১০ সালের ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ শিল্পপতি জাকির হোসেনের ছেলে সোহাগকে মাধবদী থেকে অপহরণ করে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাওয়া হয়। পরে আসামীরা ২০ লাখ টাকা মুক্তিপন দাবি করে। টাকা দিতে বিলম্ব হওয়ায় পরদিন আসামীরা সোহাগকে নির্দয়ভাবে খুন করে।