ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন স্থগিত

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৮:০২ পিএম, ০৬ অক্টোবর ২০২২

আগামী ২৫ অক্টোবর পর্যন্ত রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ অক্টোবর) যুগ্ম জেলা ও দায়রা জজ এ আদেশ দেন।

এর আগে ঘোষিত তফসিল অনুসারে আগামী ১১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নিজের ক্লাব নিবন্ধন না পাওয়ায় আদালতের শরণাপন্ন হন রিজার্ভ বাজারের নবীন সংঘ ক্লাবের সভাপতি মো. শাওয়াল উদ্দিন। আদালতে দেওয়া আর্জিতে তিনি, দুটি ক্লাব নিবন্ধন পেলেও তাদের ক্লাব কেন একই যোগ্যতায় নিবন্ধন পাবে না এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি নিবন্ধনের বেলায় জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র ভঙ্গ হয়েছে বলে অভিযোগ আনেন।

জেলা ক্রীড়া সংস্থার আইনজীবী মামুনুর রশীদ মামুন জানান, ক্লাব নিবন্ধন জটিলতায় করা একটি মামলায় আদালত ২৫ অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত ঘোষণা করেছে। ২৫ অক্টোবর পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেছে আদালত। যেহেতু মামলা চলমান আছে সেহেতু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী সব কার্যক্রম বন্ধ থাকবে।

সাইফুল উদ্দীন/আরএইচ/জেআইএম