গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে যুবক গুলিবিদ্ধ
গোপালগঞ্জে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে যুবক কাজী রনি গুলিবিদ্ধ হয়েছেন। এসময় অন্তত আরো পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় দুই মহিলাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত সপ্তাহে শহরের মিয়াপাড়ায় এক মারামারির ঘটনায় সালিসি বৈঠকে জরিমানা করা হয়। ওই জরিমানার টাকা আদায় নিয়ে রনি গ্রুপ ও মনি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আর এরই জের ধরে মঙ্গলবার রাতে মিয়ারাপড়ায় দুই গ্রুপের লোকজন অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কাজী রনি গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়। পরে তাদের আহতাবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্ভি করা হয়। এ ঘটনায় দুই মহিলাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এস এম হুমায়ূন কবীর/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ