ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বৈঠার আঘাতে জেলের মৃত্যু

প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রতিপক্ষের বৈঠার আঘাতে আমান উল্লা (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত আমান উল্লা উপজেলার চর শিবপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।

বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে মেঘনা নদীতে মাছ ধরার সময় জাল ফেলা নিয়ে আমান উল্লার সঙ্গে অপর জেলে এবাইদুল্লার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে এবাইদুল্লা তার হাতে থাকা নৌকার বৈঠা দিয়ে আমান উল্লার পেটে আঘাত করেন। এ ঘটনায় গুরুতর আহত হন আমান উল্লাহ। অন্য জেলেরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পর আমান উল্লার মৃত্যু হয়।

ওসি আরো জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত এবাইদুল্লা পলাতক রয়েছেন। নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর