পত্নীতলায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ফাইল ছবি
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় রায়হান আলী (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের পেজাপাড়া নামক স্থানে ট্রাক্টরের চাপায় তিনি নিহত হন।
নিহত রায়হান আলী উপজেলার আকবরপুর ইউনিয়নের টেংরাকুড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান আলীর বাড়িতে তার মামা বেড়াতে এসেছেন। বিকেলে রায়হান তার মামার মোটরসাইকেল নিয়ে পত্নীতলার মধইল বাজার থেকে নজিপুর বাজারের দিকে আসছিলেন। পেজাপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাক্টরের নিচে চাপা পড়েন রায়হান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, ঘাতক ট্রাক্টরটি শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আব্বাস আলী/কেএসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান