ধর্মীয় অনুশাসন মেনে চললে আইনের প্রয়োজন হয় না: আমু
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, আমরা যার যার ধর্ম সে পালন করবো। কোনো ধর্মের প্রতি বিদ্বেষ থাকা যাবে না। যারা ধর্মকে অপব্যাখ্যা করে, অপবিত্র করতে চায় তারা কখনো ধর্মপ্রাণ মানুষ হতে পারে না। আইন দ্বারা সব ধরনের শাসন চলে না। আমরা যদি ধর্মীয় অনুশাসন মেনে চলি তাহলে আমাদের দেশে কোনো আইনের প্রয়োজন হয় না।
রোববার (৯ অক্টোবর) রাতে ঝালকাঠির কেন্দ্রীয় ঈদ গাহে আলোচনা সভা ও দোয়া-মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু এদেশে প্রথম ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন। তিনি এ দিনকে সরকারি ছুটি ঘোষণা করেছেন। ১৯৭৩ সালে বায়তুল মোকাররম মসজিদে দিবসটি উদযাপন শুরু হয়। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী সেটি অনুসরণ করে সব সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে দিবসটি পালনের নির্দেশ দিয়েছেন।
আমিরুল মুছলিহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদীর সভাপতিত্বে বরিশাল রেঞ্জ ডিআইজি আখতারুজ্জামান, জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার আফরোজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আতিকুর রহমান/আরএইচ/এমএস