কক্সবাজারে জঙ্গি নেতা নুরুল আবছার গ্রেফতার
কক্সবাজারের কলাতলী থেকে নুরুল আবছার হাওলাদার (৪০) নামের এক জঙ্গি নেতাকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (৯ অক্টোবর) রাতে র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার রাতে কলাতলীর হোটেল-মোটেল জোন থেকে তাকে আটক করা হয়।
নুরুল আবছার হাওলাদার সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের আক্কাছ আলী হাওলাদারের ছেলে। তিনি ২০১৫ সালে সন্ত্রাস বিরোধী আইনে চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানার দুটি মামলার চার্জশিটভুক্ত আসামি। তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
সংবাদ বিজ্ঞপ্তিতে মো. বিল্লাল উদ্দিন জানান, ২০০৯ সালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে সন্দেহভাজন কর্মকাণ্ডের জন্য গ্রেফতার হয়ে এক মাস কারাভোগ করেন আবছার। পরে তিনি শীর্ষস্থানীয় এক জঙ্গি নেতার পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের সঙ্গে যুক্ত হন। এরপর হাটহাজারীতে অবস্থিত মাদরাসাতুল আবু বক্করে (রা.) রিক্রুট ট্রেনিং সেন্টারের হিসাবরক্ষকের দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি প্রশিক্ষণার্থীদের কেন্দ্রে আনা নেওয়ার কাজ তদারকি করতেন।
এরপর ২০১৫ সালের ফেব্রুয়ারিতে হাটহাজারী ও বাঁশখালীতে তাদের গোপন আস্তানায় র্যাবের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২৪ জনকে গ্রেফতার করে। তখন আবছার ঢাকায় অবস্থান করায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে তিনি পালিয়ে পাশের দেশে আত্মগোপন করেন। সেখান থেকে শীর্ষস্থানীয় এক নেতার পরামর্শে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশে যান। ৬ বছর বিদেশে অবস্থান করার পর বছর খানেক আগে তিনি দেশে ফিরে ঢাকায় আত্মগোপন করেন।
শীর্ষ নেতাদের নির্দেশনায় আমির হামজা ব্রিগ্রেডকে পুনরায় সংগঠিত করার জন্য চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় তার তৎপরতা শুরু করেন। গত কিছুদিন ধরে তিনি কক্সবাজারে অবস্থান করছিলেন।
সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস