ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশাল শিশু পরিবারে শিশুর মৃত্যু : উপ-তত্ত্বাবধায়ক প্রত্যাহার

প্রকাশিত: ১২:২৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

সমাজ সেবা অধিদফতর পরিচালিত বরিশাল সরকারি শিশু পরিবারের (বালক) নিবাসী মশিউর রহমান ইউসুফের (৯) মৃত্যুর ঘটনায় উপ-তত্ত্বাবধায়ক হেমায়েত উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

তাকে ওই পদ থেকে প্রত্যাহার করে সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজকে উপ-তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্বদেয়া হয়েছে।

সমাজসেবা অধিদফতরের বরিশাল শহর অফিসার আল মামুন তালুকদার বুধবার বিকেলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, বরিশাল সরকারি শিশু পরিবার বালকসহ নগরীর আরও দুটি সরকারি শিশু পরিবারের নিবাসীদের সুরক্ষা ও নিবীড় তদারকির জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে শুরু হয়েছে এই কার্যক্রম। অন্যদিকে নিহত মশিউর রহমান ইউসুফের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

গত ৬ ফেব্রুয়ারী ওই শিশু পরিবারের সদস্য মশিউর রহমান ইউসুফের রহস্যজনক মৃত্যু হয়। ওইদিন উপ-তত্ত্বাবধায়ক হেমায়েত উদ্দিন এই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন। এ ঘটনায় বরিশাল কোতয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন শেরেবাংলা মেডিকেলের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ। এরপর পুলিশ নিহত মশিউরের ৫ রুমমেট ও দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করে। তবে এ ঘটনায় এখনও আটক হয়নি কেউ।

সমাজসেবা অধিদফতরের বরিশাল শহর অফিসার আল মামুন তালুকদার জানান, মঙ্গলবার শিশু পরিবারের (বালক) উপ-তত্ত্বাবধায়ক হেমায়েত উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।


সাইফ আমীন/ এমএএস/এবিএস