ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সেই আসামিকে আবারো গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশিত: ০২:১৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

পঞ্চগড়ে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত চত্বর থেকে পলাতক ডাকাতি মামলার আসামি উজ্জলকে (৩২) আবারো গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যার দিকে শহরের সিএনজি মোড় থেকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবিএম তারিকুল ইসলাম এর আদালত চত্বর থেকে পুলিশকে ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান। পলাতক আসামি উজ্জল সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে।

পুলিশ ও আদালত সূত্র জানায়, ডাকাতির একটি মামলায় গত ১৩ জানুয়ারি উজ্জলসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। অজ্ঞাত কারণে ওই মামলায় আসামিদের জামিনের আবেদনে কোনো আইনজীবী স্বাক্ষর করেননি। তবে বুধবার নির্ধারিত তারিখ অনুযায়ী তাদের আদালতে হাজির করা হলে আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবিএম তারিকুল ইসলাম আবারও তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু পুলিশ আদালতের কাঠগড়া থেকে বের করে তাদের জেলহাজতে নেওয়ার পথে আদালতের বারান্দা থেকেই উজ্জল পালিয়ে যায়। তবে পুলিশের দাবি চারজন আসামির হাতেই হাতকড়া পরানো ছিল।

পঞ্চগড় আদালতের কোর্ট ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মো. নুরুল ইসলাম বলেন, প্রত্যেক আসামির হাতে হাতকড়া পরানো ছিল। সম্ভবত কৌশলে হাতকড়া খুলে আদালতের বারান্দা থেকে উজ্জল পালিয়ে যায়।

সফিকুল/এমএএস/আরআইপি

আরও পড়ুন