নওগাঁয় বজ্রপাতে কৃষকের মৃত্যু
ফাইল ছবি
নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে সুজাদ হোসেন (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বুজরকান্তপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত সুজাদ ওই গ্রামের চান্দু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আকাশে মেঘ করে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে বাড়ির পাশের মাঠে ধানক্ষেতের জমি থেকে পানি বেরিয়ে যাচ্ছে কিনা তা দেখতে যান সুজাদ। এসময় হঠাৎ করেই আকাশে মেঘের গর্জন দিয়ে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারে সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বজ্রপাতে ওই কৃষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আব্বাস আলী/এমআরআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান