নোয়াখালীতে কলেজছাত্র খুনের দায় স্বীকার ২ আসামির
নোয়াখালীতে কলেজছাত্র জোবায়ের হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন দুই আসামি।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট নবনিতা গুহ ও ইকবাল হোসেনের আদালতে এ জবানবন্দি দিয়েছেন তারা।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জবানবন্দির বিষয়টি সন্ধ্যায় জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেবায়ের হত্যাকাণ্ডে অভিযুক্ত পাঁচজনকে সোমবার রাতেই গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে আসামি আশরাফুল ইসলাম পিয়াস ও ইয়াছিন আরাফাত লাদেন আদালতে ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
এর আগে সোমবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কিশোর গ্যাংয়ের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে কলেজছাত্র জোবায়েরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এ ঘটনায় নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামের বাদশা আলমের ছেলে বোরহান উদ্দিন রাকিব (২২), আশরাফুল ইসলাম পিয়াস (১৯), আরিফুল ইসলাম (১৬), একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাহিদ আলম রিমন (১৬) ও জোবায়েরের বন্ধু ইয়াছিন আরাফাত লাদেনকে (১৭) গ্রেফতার করে পুলিশ।
নিহত জোবায়ের বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাউদ্দিন নগরের কাজী বাড়ির কামাল উদ্দিনের ছেলে। তিনি সোনাপুর আইডিয়াল পলিটেকনিক্যাল কলেজের ছাত্র ছিলেন। তারা নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর মহল্লার মো. শাহজাহানের বাসায় ভাড়া থাকতেন।
জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জোবায়েরের সঙ্গে বড়ভাই-ছোটভাই ডাকাডাকি নিয়ে একই এলাকার আরিফুল ইসলামের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জোবায়ের আরিফকে চর-থাপ্পড় মারে। বিষয়টি আরিফ তার বড়ভাই বোরহান উদ্দিন রাকিব ও আশরাফুল ইসলাম পিয়াসকে জানালে তারা ক্ষিপ্ত হয়ে সহযোগীদের নিয়ে জোবায়েরকে ছুরিকাঘাত করে হত্যা করে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/এএসএম