ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ জন আটক

প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

কুমিল্লায় বিদেশি একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওরা এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে। দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।

আটকরা হলেন, ওই এলাকার লীল মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (২৬) ও শহিদুল ইসলামের ছেলে বিক্রম (২০)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ডিবি পুলিশের একটি দল জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওরা এলাকায় অভিযান চালায়। পরে তল্লাসি চালিয়ে তাদের কাছ থেকে ৬ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

ডিবির এসআই শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে নগরীসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে।

কামাল উদ্দিন/এফএ/এমএএস/বিএ