ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে মাদকসহ আটক দুই যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১২ অক্টোবর ২০২২

ফেনীতে মাদকসহ আটক দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ অক্টোবর) বিকেলে রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে এ রায় দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূঁইয়া ও সুলতানা নাসরিন কান্তা।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. টিপু (২৪) ও দেলোয়ার হোসেন খোকন (৩৮)। টিপু শহরের নাজির রোড এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে, খোকন সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মরুয়ার চর এলাকার মৃত মকবুল আহম্মদের ছেলে। টিপুকে এক মাস ও খোকনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোজাম্মেল হক জানান, তাদের কাছ থেকে দুই লিটার চোলাই মদ ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এএসএম