ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে ৩ জন নিহত

জেলা ছাত্রলীগ সম্পাদককে প্রধান আসামি করে মামলা

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১২ অক্টোবর ২০২২

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) রাতে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ ছাত্রলীগের দুগ্রপের সংঘর্ষে দুজনকে কুপিয়ে জখম ও তিন ছাত্র নিহত হওয়ার ঘটনায় মামলাটি করা হয়।

বুধবার (১২ অক্টোবর) বিকেলে নিহত কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুজ্জামান মুরাদের বাবা বদিউজ্জামান বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি করেন।

মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদ আল ইমরানকে প্রধান আসামি করে ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম হাসান সনি ও যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ বিশ্বাসকেও আসামি করা হয়েছে। এরই মধ্যে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে তাদের।

মামলায় উল্লেখ করা হয়, ঝিনাইদহ ভেটেরিনারি কলেজে ডিভিএম ডিগ্রির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষাথীরা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কলেজের ছাত্র সংসদের ভিপি সাইফুজ্জাম মুরাদসহ সঙ্গীয় ৯ জন শহর থেকে কলেজ ক্যাম্পাসে ফিরছিলেন। পথে চুয়াডাঙ্গা সড়কের জোহান ড্রিম ভ্যালি পার্কের সামনে পৌঁছালে ইকরামুল ইসলাম মুরাদসহ সঙ্গে থাকা ৯ জনকে চা পানের জন্য বলেন। সেখান থেকে তারা চা পানের পর কলেজ ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেন।

কিছুদূর যাওয়ার পর আসামিরাসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন তাদের গতিরোধ করেন। মোটসাইকেলের পেছনে বসে থাকা মুরাদকে হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগ নেতা ফাহিম হাসান সনি তার হাতে থাকা রামদা দিয়ে কোপ দেন। আসামি মুস্তাকিম আহম্মেদ দা দিয়ে মুরাদের মাথায় আঘাত করেন। তখন তারা আসামিদের কাছ থেকে জীবন রক্ষার্থে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় আসামিরাও মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করেন। পরে তারা মোটরসাইকেল চালক তৌহিদুল ইসলামের হাতে কোপ দিলে ঘটনাস্থলেই তার হাত ছিন্ন হয়ে যায়। তখন তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এরপর আসামিরা তাদের কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই কলেজ ছাত্র সংসদের ভিপি মুরাদ হোসেন, সাধারণ শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ও সমরেশ বিশ্বাস মারা যান।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান বলেন, ‘প্রথমে থানায় যে মামলা করা হয়েছে, সেখানে আমার নাম নেই। পরে আদালতে মামলা হয়েছে শুনেছি। যদি হয়ে থাকে তাহলে এটা উদ্দেশ্যপ্রণোদিত এবং ষড়যন্ত্র।’

ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের পেশকার হাবিবুর রহমান জানান, মামলাটি তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দিয়েছেন আদালত।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম