ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে জমি নিয়ে বিরোধে ভাগ্নের হাতে মামা খুন, আটক ২

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ১২:৪০ এএম, ১৩ অক্টোবর ২০২২

নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধে ভাগ্নের লোহার রডের আঘাতে মামা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

পুলিশ ও গ্রামবাসী জানায় , নিলচড়া গ্রামের প্রয়াত দবির শেখের ছেলে ছকির শেখের (৬০) সঙ্গে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যায় এ জমি নিয়ে বিতর্কের এক পর্যায়ে ভাগ্নে আশরাফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে মামাকে লোহার রড দিয়ে বেধড়ক পেটায়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় ছকির শেখকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এ ঘটনায় আঘাতকারী দুজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রেজাউল করিম রেজা/এমআইএইচএস