দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে যানবাহন নিয়ে আটকা পড়েছে ছোট বড় ৫টি ফেরি। বৃহস্পতিবার ভোর সোয়া ৫ টা থেকে এ রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পারাপারের অপেক্ষায় যানবাহনের কিছু চাপ লক্ষ্য করা গেছে। এতে করে এ সময় চরম বিপাকে পড়েছে শিশু, বৃদ্ধ, নারী ও রোগীরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় ভোর সোয়া ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে অবস্থান করছে ৫টি ফেরি।
তিনি আরও বলেন, কুয়াশার তীব্রতা কেটে গেলে পুনরায় আবার ফেরি চলাচল শুরু করা হবে।
রুবেলুর রহমান/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান