ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে অটোরিকশা উল্টে বাবা নিহত, ছেলে হাসপাতালে

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৪ অক্টোবর ২০২২

মেহেরপুরের গাংনী উপজেলায় ব্যটারিচালিত অটোরিকশা উল্টে ইব্রাহিম জোয়ারদার (৫৩) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছেলে ইসরাফিল (২২)। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে কড়ুইগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের মুরগি ব্যবসায়ী ইব্রাহিম জোয়ারদার বাড়ি থেকে বের হন। ছেলে ইসরাফিলের অটোরিকশায় চড়ে কড়ুইগাছি সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাবা-ছেলে দুজনেই অটোরিকশার নিচে চাপা পড়েন।
ঘটনাস্থলে ইব্রাহিম মারা যান। গুরুতর আহত অবস্থায় তার ছেলেকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ পরিবারের কাছে রয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই।

আসিফ ইকবাল/এসজে/জিকেএস