ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সন্ধ্যায় নিখোঁজ, সকালে মিললো ট্রেনে কাটা মরদেহ

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৪ অক্টোবর ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর শীতল দেবনাথ (৭০) নামের এক বৃদ্ধের ট্রেনে কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের দাড়িয়াপুর রেলগেইট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

শীতল দেবনাথ জেলা শহরের পূর্ব পাইকপাড়ার মৃত অমৃত লাল দেবনাথের ছেলে ও চিকিৎসক খোকন দেবনাথের বাবা।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস.আই) সালাউদ্দিন খান নোমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বার্ধক্যজনিত কারণে শীতল দেবনাথের স্মৃতিশক্তি কিছুটা দুর্বল ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো সন্ধ্যান পাননি। শুক্রবার সকালে দাড়িয়াপুর রেললাইনে ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে কোন ট্রেনে তিনি কাটা পড়েছেন, তা জানা যায়নি।

আবুল হাসনাত মো. রাফি/এমকেআর