ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নৈশ কোচে মিললো ৮ হাজার ইয়াবা, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০২:১০ পিএম, ১৪ অক্টোবর ২০২২

কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া অভিজাত সেন্টমার্টিন হেরিটেজ পরিবহনে অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের রামু পানিরছড়া এরশাদ ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে গাড়িটি জব্দ ও চালকসহ দুজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকার মোহাম্মদ আলীর ছেলে বাসটির চালক শুকুর আলী (৪৫) এবং তার সহযোগী কক্সবাজারের টেকনাফের বরইতলীর আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (৩০)।

jagonews24

ডিবির ওসি সাইফুল আলম বলেন, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া অভিজাত সেন্টমার্টিন হেরিটেজ পরিবহনের স্লিপার কোচে ইয়াবা পাচার হওয়ার তথ্য আসে। কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলামের নির্দেশনায় বৃহস্পতিবার দিনগত রাতে আমার নেতৃত্বে গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম রামু পানিছড়া এরশাদ ফিলিং স্টেশনে সেন্টমার্টিন হেরিটেজ পরিবহন বাসে অভিযান চালাই। এসময় বাসের চালকের হেফাজত থেকে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সহযোগীসহ দুজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, কক্সবাজার থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাওয়া নৈশ কোচগুলোতে চালক এবং বাসের সংশ্লিষ্টদের যোগসাজশে ইয়াবা পাচার হয়, এরকম গোয়েন্দা তথ্য বেশ কিছুদিন আগে থেকে আসছিল। এরই ধারাবাহিকতায় নজরদারি বাড়ানো হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সায়ীদ আলমগীর/এমকেআর