ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাতে স্বামীর সঙ্গে বাগবিতণ্ডা, ভোরে স্ত্রীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৪ অক্টোবর ২০২২

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্বামীর সঙ্গে বাকবিতণ্ডার পর শাহিদা বেগম (৪৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের কামারের ভিটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহিদা বেগম ওই গ্রামের মিজু মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই গৃহবধূ শাহিদা বেগম তার বাবা শাহেব আলীর বাড়িতে স্বামী মিজু মিয়াসহ বসবাস করে আসছিলেন। দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয়য়াদি নিয়ে ওই দম্পতির মধ্যে কলহ চলছিল।

বৃহস্পতিবার রাতে শাহিদা বেগমের সঙ্গে তার স্বামীর বাগবিতণ্ডা হয়। পরে শুক্রবার ভোরে বাড়ির আঙিনায় বাঁশের খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূকে দেখেন পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জাগো নিউজকে বলেন, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় গৃহবধূর মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে একটি ইউডি মামলা হয়েছে।

এসজে/জিকেএস