কক্সবাজার সৈকতে গোসলে নেমে প্রবল ঢেউয়ে নিখোঁজ কিশোর
ফাইল ছবি
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তাহসিন (১৬) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। এ সময় তার দুই বন্ধুকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ তাহসিনের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ এলাকায়। তবে সঙ্গীরা তার বাবার নাম জানাতে পারেনি।
একসঙ্গে গোসলে নামা তাহসিনের বন্ধু ফয়সাল (১৬) ও রিফাতকে (১৬) উদ্ধার করা হয়েছে। ফয়সাল কুমিল্লা সদরের মোগদা এলাকার আবুল হোসেনের ছেলে। রিফাত কুমিল্লা সদর দক্ষিণের হাবিবুর রহমানের ছেলে। তারা সবাই কুমিল্লার কাসেমুল উলুম মাদরাসার শিক্ষার্থী।
সৈকতে দায়িত্বরত বিচকর্মী মাহবুবুল আলম জানান, কুমিল্লা থেকে চার বন্ধু সকালে কক্সবাজার আসে। এ সময় তারা হোটেলে না উঠে সরাসরি কক্সবাজার সমুদ্রসৈকতে চলে আসে। পরে এক বন্ধুর কাছে তাদের প্রয়োজনীয় কাপড়-চোপড় ও ব্যাগ রেকে তিন বন্ধু গোসলে নামে। গোসল করা অবস্থায় সাগরের প্রবল ঢেউয়ে তাহসিনসহ তিন বন্ধু ভেসে যায়। পরে বিচকর্মীরা দুজনকে উদ্ধার করেন। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে তাহসিন।
সায়ীদ আলমগীর/এসআর/এএসএম