৫ দিন পর অপহৃত বাউল শিল্পী উদ্ধার
অপহরণের ৫ দিন পর বাউল শিল্পী সাগরিকা সরকার ছবিকে (২৪) বৃহস্পতিবার সকালে সিলেটের বিয়ানীবাজারের বাড়ইগ্রাম থেকে উদ্ধার করেছে সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
তাড়াশ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনুজ সরকার জানান, পাবনার ভাঙ্গুড়া উপজেলার সিংগাইর গ্রামের ফারুক আহমদ রিপনের স্ত্রী সাগরিকা সরকার ছবি ৪ ফেব্রুয়ারি তাড়াশ উপজেলার খালকুলায় বোনের বাড়িতে বেড়াতে আসেন। ছবি পেশায় একজন বাউল শিল্পী। দেশের বিভিন্ন এলাকায় তিনি বাউল সংগীত পরিবেশনা করেন। গত ৫ ফেব্রুয়ারি কয়েকজন খালকুলায় এসে বাউল সংগীত পরিবেশন করার কথা বলে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ছবিকে। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না।
এ ঘটনায় ছবির স্বামী ফারুক আহমদ রিপন বাদী হয়ে তাড়াশ থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযানও চালায়। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানা পুলিশ সিলেটের বিয়ানীবাজারের বাড়ই গ্রামে সিলেট পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। সেখানে রিপন আহমদ এর বাড়ি থেকে ছবিকে উদ্ধার করা হয়। অপহরণের সঙ্গে জড়িত রিপন আহমেদকে পুলিশ আটক করেছে। উদ্ধারের পর অপহৃত ও অপহরণকারীকে সঙ্গে নিয়ে পুলিশ সিলেট থেকে তাড়াশের উদ্দেশে রওনা দিয়েছে।
বাদল ভৌমিক/এসএস/আরআইপি