ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সম্মেলন

ত্যাগীদের মূল্যায়নের প্রত্যাশায় উজ্জীবিত নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৪ অক্টোবর ২০২২

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে আগামী ২৩ অক্টোবর। এর দুদিন পরই তথা ২৫ অক্টোবর হবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মেলন।

দীর্ঘদিন পর হতে যাওয়া এই দুই সম্মেলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ আওয়ামী লীগে বইছে সম্মেলনের হাওয়া। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব।

এরই মধ্যে নির্ধারণ হয়েছে সম্মেলনের ভেন্যু। শহরের ইসদাইর এলাকার ওসমান পৌর স্টেডিয়ামে হবে সম্মেলন। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি পূর্ণ হয়ে উঠবে এই মাঠ। সেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

এর আগে ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর আনোয়ার হোসেনকে সভাপতি ও অ্যাডভোকেট খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে মহানগর আওয়ামী লীগের কমিটি করা হয়। এর দুই বছর পর ২০১৫ সালের ১০ ডিসেম্বর ঘোষণা করা হয় ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি।

একই সঙ্গে ২০১৬ সালের ৯ অক্টোবর আবদুল হাইকে সভাপতি, সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সহ-সভাপতি এবং আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র। এর ১৩ মাস পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

আর এই দুই কমিটিই কেন্দ্র থেকে গঠন করে দেওয়া হয়েছিল। কিন্তু এবার সম্মেলনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি আসতে যাচ্ছে। যা নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে প্রাণোচ্ছ্বাস ফিরিয়ে এনেছে।

সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে নারায়ণগঞ্জের-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, আগামী ২৩ তারিখ জেলা ও ২৫ তারিখ মহানগর আওয়ামী লীগের সম্মেলন হবে। আমি কেন্দ্রীয় নেতাদের বলেছি এখনো বলছি ত্যাগীদের মূল্যায়ন করুন। মাথা থেকে পা পর্যন্ত যারা আওয়ামী লীগার তাদের মূল্যায়ন করুন। মূল্যায়ন মানে শুধুই পদ-পদবি বা টাকা নয়, সম্মান দিতে হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জাগো নিউজকে বলেন, সম্মেলনকে কেন্দ্র করে আমাদের সব প্রস্তুতি শেষ। আশা করছি সফলতার সঙ্গেই সম্মেলন শেষ হবে। সেই সঙ্গে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আশার প্রতিফল ঘটবে সম্মেলনের মধ্য দিয়ে।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা জাগো নিউজকে বলেন, সম্মেলনকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। ওসমানী পৌর স্টেডিয়ামে ২৫ অক্টোবর সকাল ১০টায় সম্মেলন হবে। সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর প্রধান বক্তা হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

খোকন সাহা আরও বলেন, মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সাজ সাজ রব উঠেছে। প্রতিদিনই আমাদের প্রস্তুতিমূলক সভা হচ্ছে। আমরা আশা করছি আগের সম্মেলনগুলোতে যে লোক উপস্থিত হয়েছিল তার চেয়ে বেশি লোক উপস্থিত হবে এবার।

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন পর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। আর এই সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠছেন।

মোবাশ্বির শ্রাবণ/জেডএইচ/এএসএম