ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৮:৪১ পিএম, ১৪ অক্টোবর ২০২২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী এলাকায় থেমে থেমে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইমরান, আঁখি, ইমন, বিল্লাল হোসেন, নুরুল ইসলাম, জরিনা বেগম, আবদুর রহমান, জিয়া উদ্দিন, বিউটি বেগম, আরিফ ও মকবুল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঙ্গে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন রাসেল খান। ওই নির্বাচনে আনোয়ারের নির্বাচন না করে স্থানীয় আওয়ামী লীগ নেতা হাফেজ খান রাসেলকে সমর্থন করে। এলাকায় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনে আনোয়ারকে সমর্থন না করায় হাফেজ খানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এনিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিভিন্ন স্থানে অশালীন কথা ছড়াচ্ছে এমন অভিযোগ এনে হাফেজ খানের ওপর হামলা চালায় আনোয়ার ও তার সমর্থকরা। এ খবরে হাফেজ খানের স্বজনরা দেশিয় অস্ত্র নিয়ে পাল্টা আক্রমণ করেন। এতে উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

এবিষয়ে যুবলীগ নেতা আনোয়ার হোসেন বলেন, বিএনপির লোকেরা আমার বাড়িঘর ঘেরাও দিয়ে হামলা করে। চার বছরের শিশুসহ তার লোকজনকে পিটিয়ে আহত করে।

তবে আওয়ামী লীগ নেতা হাফেজ খান বলেন, রাসেল মেম্বারের নির্বাচন করার পর থেকে আমার সঙ্গে বিভিন্ন অজুহাতে ঝগড়া লাগার চেষ্টা করে আসছে আনোয়ার। শুক্রবার তার লোকজনের নামে কুৎসা রটানোর অভিযোগ এনে আমার ওপর হামলা চালায়। আমাকে বাঁচাতে গিয়ে আমার পরিবারের লোকজনও হামলার শিকার হন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম